শিব চতুর্দশী ব্রতের শুদ্ধ তিথি কবে? (যারা শাস্ত্রীয় রেফারেন্স চাইছিলেন, তাদের উদ্দেশ্যে) ---বেশি করে শেয়ার করে জানিয়ে দিন সকলকে-- ============= উত্তর ============== স্কন্দপুরাণে শিবরাত্রিব্রতনির্ণয় বিষয়ে পরাশর মুনি স্পষ্টভাবে বলেছেন, অমাবস্যা সংযুক্ত চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রতই শিবের প্রিয় , কোন অবস্থাতেই ত্রয়োদশীযুক্ত চতুর্দশীতে ব্রত করা যাবে না। মাঘাসিতং ভূতদিনং হি রাজমুপৈতি যোগং যদি পঞ্চদশ্য ।। জয়াপ্রযুক্তাং নতু জাতু কুৰ্য্যাচ্ছিবস্য রাত্রিৎ প্রিয়কচ্ছিগ্যেতি।। 🔺[ স্কন্দপুরাণ, হ.ভ.বি ১৪।১৩।৭০, পরাশর উক্তি ]🔺 বঙ্গানুবাদ: পরাশর মুনি বললেন, " হে নৃপ ! মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীতে অমাবস্যাযোগ হইলে সেদিন শিবরাত্রিব্রত করিবে; উহা মহাদেবের পরমপ্রীতিকর। কিন্তু ত্রয়োদশীযুক্তা চতুর্দশী তিথি সর্বাবস্থায় ত্যাজ্যা।" ১৮ তারিখ সারাদিনই ত্রয়োদশী, রাত্রিতে ১ম প্রহরের একেবারে শেষ সময়ে চতুর্দশী তিথি লাগবে। অতএব, ১৮ তারিখের চতুর্দশী তিথি ত্রয়োদশী দ্বারা বিদ্ধা(দূষিত)। বিদ্ধা তিথিতে তাই শুদ্ধভক্তগণের চতুর্দশী ব্রত করা নিষেধ। পূর্ব্বিদ্ধা ন কর্ত্তব্যা তৃতীয়া ষষ্...