Skip to main content

Posts

Showing posts from 2020
 " হ রিদাস ছিলা পৃথিবীর শিরোমনী যাহা বিনা রত্নশুন্য হইলা মেদিনী ।।""(চৈ,চ,ম) আজ ১ সেপ্টমবর মঙ্গলবার ২০২০ইং,। নামাচার্য শ্রীলহরিদাস ঠাকুরের শুভ প্রয়ান দিন বা নির্যান তিথী।  তিনি ছিলেন নামের আচার্য, যার কাছে যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবক্তা স্বয়ং শ্রীম্নমহাপ্রভু হরিনাম শিখেছিলেন। তিনি বলেছিলেন---- হরিদাস আমি তোমার কাছ থেকে নাম শিখলাম। তুমি আমার নামের গুরু। নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের মহিমার অন্ত নেই। তিনি যশোহর জেলার ব্যূঢ়ন গ্রামে যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন। অনেকে বলে থাকেন তিনি ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করছিলেন, কিন্ত সঙ্গদোষে যবন হন। তাদের সেই ধারণা ভ্রান্ত। যেমন শ্রীরামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্ত হনুমান বানরকুলে, ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ অসুরকুলে জন্মগ্রহণ করেছিলেন। তেমনই হরিদাস ঠাকুর যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের ভক্ত ভগবানের ইচ্ছায় যে-কোন স্থানে, যে-কোন কুলে জন্মগ্রহণ করতে পারেন,তিনি এই সবের উর্ধ্বে অপ্রাকৃত স্তরে অবস্থান করেন। প্রকৃতপক্ষে হরিদাস ঠাকুর ছিলেন স্বয়ং ব্রহ্মা। বৃন্দাবনলীলায় ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপবালক রূপে তাঁর সখাগণ সহ গোষ্ঠে বাছুরগুলিকে চরাচ্ছিলেন, তখন ব্রহ...

কৃষ্ণ ভক্ত কি পরিবারের খেয়াল রাখে না???

''স্ত্রী,পুত্র,ধন,ঐশ্বর্য ও গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে,তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না। তাদের প্রতি স্নেহের বন্ধনে আবদ্ধ হওয়াটা স্বাভাবিক। কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনের অনুকুল না হয়,তা'হলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। গৃহকে আনন্দময় করে তোলার শ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণভাবনার অনুশীলন। কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণভাবনাময় হন,তা হলে তিনি অনায়াসে তাঁর গৃহকে অতি মনোরম সুখের আলয়ে পরিণত করতে পারেন। কারণ কৃষ্ণভক্তির এই পন্থা অতি সরল। কেবলমাত্র প্রয়োজন... 'হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে'॥ এই মহামন্ত্র কীর্তন করা,কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা,ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্র আলোচনা করা এবং ভগবানের শ্রীবিগ্রহ অর্চনা করা।

আত্মতত্ত্ব বিজ্ঞান বিষয়ক ১০০টি প্রশ্ন ও উত্তর...

১। আমি কে? উঃ আমি চিন্ময় আত্মা, স্থুল জড় দেহ নই। ২। আত্মা কি? উঃ জীবাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ। ৩। আত্মার নিত্যধর্ম কি? উঃ ভগবান পূর্ণ, আত্মা তার অংশ, তাই জীবাত্মার নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, কেন না অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। ৪। মনের ধর্ম কি? উঃ মনের ধর্ম সংকল্প ও বিকল্প। ৫। দেহের ধর্ম কি? উঃ দেহের ধর্ম ভোগ আর ত্যাগ। ৬। দেহের ছয়টি পরিবর্তন কি কি? উঃ *জন্ম *বৃদ্ধি *সন্তান-সন্তুতি সৃষ্টি *স্থিতি *ক্ষয় *মৃত্যু। ৭। জীবের 'স্বরূপ' কি? উঃ জীবের 'স্বরূপ' হয় কৃষ্ণের নিত্যদাস। ৮। আত্মার আকার কি? উঃ আত্মার আকার চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ। তা এতই ক্ষুদ্র যে এই জড় চক্ষু দিয়ে বা যন্ত্রের সাহায্যে আত্মাকে দর্শন করা যায় না। এ ছাড়া আত্মা জড় পদার্থ নয়, তাই জড়ীয় ইন্দ্রিয় ও যন্ত্র দিয়ে তা দেখা অসম্ভব। ৯। জড় জগৎ কি? উঃ জড় জগৎটি ভগবানের বহিরঙ্গা ত্রিগুণাত্মিকা মায়া শক্তির প্রকাশ। ১০। কি কি উপাদান দিয়ে জড়-জগৎ তৈরী হয়েছে? উঃ ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, ‍বুদ্ধি এবং অহংকার এই আটটি উপাদান দিয়ে এই জড়-জগৎ তৈরী হয়েছে। ১১। পঞ্চ মহাভূত কি?...

মায়াপুর ভ্রমণ 4দিন ব্যাপী..

প্রভুপাদ শিক্ষা সম্মেলন 2020.. আপনারা যারা নাম রেজিস্টার করতে চান 5 ফেব্রুয়ারির মধ্যে আপনারা নাম নথিভুক্ত করুন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এই নম্বরে কল করুন -8250574343

 #হরেকৃষ্ণ রেজিস্ট্রেশন চলছে আপনারা রেজিস্ট্রেশন করাতে চাইলে আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন.. * অভিজিৎ প্রভু- 8250574343 * Paytm নাম্বার -8250574343
লাইক, কমেন্টস, শেয়ার... 

dahijuri jcs png logo

Dahijuri jcs png logo