Skip to main content

Posts

Showing posts from August, 2022
 HAPPY JANMASTAMI #বাড়িতে_কিভাবে_জন্মাষ্টমী_পালন_করবেন ? আগামী ১৯ আগষ্ট শুক্রবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মদিন শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমীর-২০২২ উপলক্ষে সবাইকে জন্মাষ্টমীর কৃষ্ণ প্রীতিও শুভেচ্ছা রইল। সকলেই জন্মাষ্টমী উপবাস ব্রত পালন করবেন। পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্ম তিথিকে "জন্মাষ্টমী" বলা হয়। জন্মাষ্টমীর উপবাস ১৯ আগস্ট শুক্রবার। কিভাবে জন্মাষ্টমীর উপবাস পালন করব? আগের দিন বৃহস্পতিবার রাত ১২ টার আগে অন্ন প্রসাদ পাবেন। পরের দিন শুক্রবার সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবন, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। আর যাদের উপবাস পালনে সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই দুপুর ১২ টার পরে, কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে, একটু দুধ, বা ফল খেতে পারবেন। পরের দিন সকালে স্নান করা শেষে ভগবানকে ভোগ নিবেদন করে, কৃষ্ণ প্রসাদ দিয়ে পারন করবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হ...