Skip to main content

Posts

Showing posts from 2022

# 'উত্থান' বা 'প্রবোধিনী' একাদশীর মাহাত্ম্য :-

কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে।  মহারাজ যুধিষ্ঠির বললেন---হে পুরুষোত্তম! কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন।  শ্রীকৃষ্ণ বললেন---হে রাজন! কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী 'উত্থান' বা 'প্রবোধিনী' নামে পরিচিত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ কর।  দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন---হে মহাত্মা! যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই একাদশীর মাহাত্ম্য আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন---হে নারদ! উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলব। এই একাদশী ভক্তি পরায়ন ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন, তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্...
 # রা ধাষ্টমীমহোৎসব আগামী # রবিবার ( 04/09/2022 ) আপনারা সকলে আমন্ত্রিত , এবং সবাই কিছু কিছু সাহায্য করবেন যাতে আমরা রাধারানীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারি। এবং রাধাষ্টমী মহোৎসব  অর্থাৎ রাধারানীর শুভ আবির্ভাব তিথি সকলে একত্রিত হয়ে আনন্দের সহিত  #রাধাকৃষ্ণের আশীর্বাদ নিয়ে সফল করতে পারি। # স্থা ন:ঢেঙ্গাপাড়া( দহিজুড়ী) # মো বাইল_নম্বর: - 8927815212/8670542992 # Online_Donation 📲    আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন:- # PayTm_GooglePay_PhonePay_NO:- 8250574343 /  8927815212 #সকালথেকেআমাদের_অনুষ্ঠান:- (1) 07:00am -09:00am মহানগর সংকীর্তন পরিক্রমা। (2) 09:05 am-10:30 am  কীর্তন মেলা (3) 10:30 am-11:00 am  লীলা কথা শ্রবণ। (4)11:00 am - 12:00pm  রাধারানীর মহা-অভিষেক। (5) এবং মহা মহাপ্রসাদ (01:00 pm)  🙏  হরে কৃষ্ণ 🙏     নিমন্ত্রণ রইল।
 HAPPY JANMASTAMI #বাড়িতে_কিভাবে_জন্মাষ্টমী_পালন_করবেন ? আগামী ১৯ আগষ্ট শুক্রবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মদিন শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমীর-২০২২ উপলক্ষে সবাইকে জন্মাষ্টমীর কৃষ্ণ প্রীতিও শুভেচ্ছা রইল। সকলেই জন্মাষ্টমী উপবাস ব্রত পালন করবেন। পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্ম তিথিকে "জন্মাষ্টমী" বলা হয়। জন্মাষ্টমীর উপবাস ১৯ আগস্ট শুক্রবার। কিভাবে জন্মাষ্টমীর উপবাস পালন করব? আগের দিন বৃহস্পতিবার রাত ১২ টার আগে অন্ন প্রসাদ পাবেন। পরের দিন শুক্রবার সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবন, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। আর যাদের উপবাস পালনে সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই দুপুর ১২ টার পরে, কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে, একটু দুধ, বা ফল খেতে পারবেন। পরের দিন সকালে স্নান করা শেষে ভগবানকে ভোগ নিবেদন করে, কৃষ্ণ প্রসাদ দিয়ে পারন করবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হ...