Skip to main content

Posts

Showing posts from July, 2020

কৃষ্ণ ভক্ত কি পরিবারের খেয়াল রাখে না???

''স্ত্রী,পুত্র,ধন,ঐশ্বর্য ও গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে,তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না। তাদের প্রতি স্নেহের বন্ধনে আবদ্ধ হওয়াটা স্বাভাবিক। কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনের অনুকুল না হয়,তা'হলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। গৃহকে আনন্দময় করে তোলার শ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণভাবনার অনুশীলন। কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণভাবনাময় হন,তা হলে তিনি অনায়াসে তাঁর গৃহকে অতি মনোরম সুখের আলয়ে পরিণত করতে পারেন। কারণ কৃষ্ণভক্তির এই পন্থা অতি সরল। কেবলমাত্র প্রয়োজন... 'হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে'॥ এই মহামন্ত্র কীর্তন করা,কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা,ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্র আলোচনা করা এবং ভগবানের শ্রীবিগ্রহ অর্চনা করা।