Skip to main content

Posts

Showing posts from March, 2020

আত্মতত্ত্ব বিজ্ঞান বিষয়ক ১০০টি প্রশ্ন ও উত্তর...

১। আমি কে? উঃ আমি চিন্ময় আত্মা, স্থুল জড় দেহ নই। ২। আত্মা কি? উঃ জীবাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ। ৩। আত্মার নিত্যধর্ম কি? উঃ ভগবান পূর্ণ, আত্মা তার অংশ, তাই জীবাত্মার নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, কেন না অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। ৪। মনের ধর্ম কি? উঃ মনের ধর্ম সংকল্প ও বিকল্প। ৫। দেহের ধর্ম কি? উঃ দেহের ধর্ম ভোগ আর ত্যাগ। ৬। দেহের ছয়টি পরিবর্তন কি কি? উঃ *জন্ম *বৃদ্ধি *সন্তান-সন্তুতি সৃষ্টি *স্থিতি *ক্ষয় *মৃত্যু। ৭। জীবের 'স্বরূপ' কি? উঃ জীবের 'স্বরূপ' হয় কৃষ্ণের নিত্যদাস। ৮। আত্মার আকার কি? উঃ আত্মার আকার চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ। তা এতই ক্ষুদ্র যে এই জড় চক্ষু দিয়ে বা যন্ত্রের সাহায্যে আত্মাকে দর্শন করা যায় না। এ ছাড়া আত্মা জড় পদার্থ নয়, তাই জড়ীয় ইন্দ্রিয় ও যন্ত্র দিয়ে তা দেখা অসম্ভব। ৯। জড় জগৎ কি? উঃ জড় জগৎটি ভগবানের বহিরঙ্গা ত্রিগুণাত্মিকা মায়া শক্তির প্রকাশ। ১০। কি কি উপাদান দিয়ে জড়-জগৎ তৈরী হয়েছে? উঃ ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, ‍বুদ্ধি এবং অহংকার এই আটটি উপাদান দিয়ে এই জড়-জগৎ তৈরী হয়েছে। ১১। পঞ্চ মহাভূত কি?...

মায়াপুর ভ্রমণ 4দিন ব্যাপী..